The International News Website Bangladesh

New BD Website

Full width home advertisement

Travel the world

Climb the mountains

Post Page Advertisement [Top]

রোহিঙ্গা নির্যাচত ঠেকাতে মিয়ানমারে উপর প্রচুর চাপ সৃষ্টি করছে শেখ হাসিনা

রোহিঙ্গা নির্যাচত ঠেকাতে মিয়ানমারে উপর প্রচুর চাপ সৃষ্টি করছে শেখ হাসিনা

নিজের নাগরিকদের বিতাড়িত করে বাংলাদেশে ঠেলে পাঠানো ঠেকাতে মিয়ানমারের ওপর চাপ বাড়াতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশটির পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ মধ্য এশিয়াবিষয়ক ভারপ্রাপ্ত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এলিস ওয়েলস গতকাল বুধবার সকালে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষা করতে গেলে প্রধানমন্ত্রী আহ্বান জানান

মিয়ানমার রোহিঙ্গাদের নিজেদের নাগরিক বলে স্বীকার না করলেও আনুষ্ঠানিক আলোচনায় বাংলাদেশ তাদেরমিয়ানমার ন্যাশনালস’ (মিয়ানমারের নাগরিক বা বাসিন্দা) হিসেবে উল্লেখ করে থাকে



প্রধানমন্ত্রী এমন এক সময় যুক্তরাষ্ট্রকে আহ্বান জানালেন যখন মিয়ানমারে নিরাপত্তা বাহিনীর দমন-পীড়নের শিকার হয়ে সীমান্ত পেরিয়ে হাজার হাজার রোহিঙ্গা বাংলাদেশে ঢোকার চেষ্টা করছে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) তথ্য অনুযায়ী, গত শুক্রবার থেকে গতকাল পর্যন্ত ১৮ হাজারেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে ঢুকেছে। এর আগে থেকেই বাংলাদেশে অবস্থান করছে পাঁচ লাখেরও বেশি রোহিঙ্গা

2 comments:

Bottom Ad [Post Page]