The International News Website Bangladesh

New BD Website

Full width home advertisement

Travel the world

Climb the mountains

Post Page Advertisement [Top]

মহাকাশ থেকে আসা বেতার সংকেত

মহাকাশ থেকে আসা বেতার সংকেত
মহাজগতের বহুদূরে একটি ছায়াপথ থেকে আসা রহস্যজনক সংকেত পাওয়া যায়। বিস্তারিত প্রকাশ করেছেন জ্যোতিবিজ্ঞার্নরা । ক্যানাডার একটি টেলিস্কোপে ওই সংকেত ধরা পড়েছে।




  
 সেই সংকেত টি কোথায় থেকে এসেছে তা এখনো জানা যায়নি।এর  মধ্যে কয়েকটি দ্রুত গতির বিস্ফোরণের মতো শব্দ রয়েছে, যেটি বারবার ঘুরে ঘুরে আসছে। যেটি কে এফ আরবি বলে বিজ্ঞানীরা  বর্ণনা  করেছেন। এই শব্দটি প্রায় দেড় হাজার আলোক বর্ষ দূরের কোন উৎস থেকে আসছে বলে বিজ্ঞানীর মনে করে।এ ধরনের ঘটনা অতীতে আরো একবার ঘটেছে বলে টেলিস্কোপে জানা যায়।ব্রিটিশ কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের জ্যোতিবিজ্ঞানী ইনগ্রিড় স্টেয়ারস বলেছেন, একটা জানার পর আলো একবার এই ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে মহাবিশ্বের অন্য কোথাও কিছু রয়েছে।এ ধরনের শব্দ আরো পাওয়া গেছে এবং গবেষনার জন্য আরো উৎসের সন্ধান মিললে আমরা হয়েতো এই সুষ্টি সংক্রান্ত রহস্য বুঝতে শুরু করবোগত বছর এই টেলিস্কোপের চালু করার  






আমাদের লেখালেখি যদি ভুল হয় তাহলে আমাদের কমেন্ট করে জানান । আমাদের সাথে থাকুন ধন্যবাদ

No comments:

Post a Comment

Bottom Ad [Post Page]