!!এমপি হওয়ার
স্বপ্ন নিয়ে এবার মনোনয়ন কিনলেন চলচ্চিত্র নায়িকা মৌসুমী!!
মৌসুমী আওয়ামী লীগের অফিস থেকে সংরক্ষিত নারী আসনের মনোনয়ন ফরম কিনেছেন। বুধবার বিকেল পৌনে চারটার দিকে আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে যান।
এসময় মৌসুমকে ঘিরে থাকে বিভিন্ন সংবাদপত্র। আরো ঘিরে থাকে মৌসুমী বিভিন্ন বক্তব্যবৃন্দ। মৌসুমীর আশেপাশের ভক্তবৃন্দ সেলফি তুলতে শুরু করে দেয়।
এন টিভির একটি প্রশ্নের উত্তর মৌসুমী বলেন অনেক আগে থেকে কত স্বপ্ন ছিল এমপি হওয়া । সাধারণ মানুষের জন্য কিছু করতে হলে একটু শক্ত প্লাটফর্ম দরকার। আওয়ামী লীগ একটি শক্ত প্লাটফর্ম। মানুষের প্রয়োজনে কিছু করার জন্য তাই আমি আওয়ামী লীগে যোগদান করতে ইচ্ছুক হয়ে মনোনয়ন ফরম কিনেছি।
তিনি আরো বলেন, একটি জনপ্রিয়তা আছে। দেশের মানুষ আমাকে চিনে জানে আমার একটি ইমেজ তৈরি করেছি আমি। তাই রাজনীতিতে আসার জন্য আমার বাড়তি কোনো কিছুর প্রয়োজন নেই বলে মনে করি।
আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, মন্ত্রিসভায় যোগ্য নেতাদের স্থান দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চমক সৃষ্টি করেছেন। এখন সংরক্ষিত আসনে যোগ্যদের মনোনয়ন দিয়ে প্রধানমন্ত্রী আরেকটি চমক দেখাবেন বলে মনে করি।
মৌসুমী ভক্তবৃন্দ দের উদ্দেশ্যে বলেন, যারা আমি রাজনৈতিকি আসছি কষ্ট পেয়েছেন তাদের উদ্দেশ্যে বলব আমি মৌসুমী আর কোন নতুন করে মৌসুমী হবো না, আপনাদের ভালোবাসাই অবস্থানে এসেছি । আমি দেশের সেবা করতে চাই দেশের জন্য কিছু করতে চাই তাই আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন ।
নিত্য নতুন খবর পেতে আমাদের সাথে থাকুন এবং এই https://tinwb.blogspot.com সাইটে ভিজিট করুন ।
No comments:
Post a Comment