The International News Website Bangladesh

New BD Website

Full width home advertisement

Travel the world

Climb the mountains

Post Page Advertisement [Top]

জামালপুরে আগুন লেগে 8 ঘর পুড়ল

জামালপুরে আগুন লেগে 8 ঘর পুড়ল
জামালপুর সদর উপজেলায় শরিফপুর ইউনিয়নে আগুন লেগে ৪ ঘর পুড়ে গেছে ।



 


মঙ্গলবার সকালে শরিফপুর ইউনিয়নে পূর্ব বাজার এলাকায় সকাল ৭ ঘটিকায় সময়  লাগা আগুন ফায়ার সার্ভিস এক ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে ।

আগুনে কোন আহত এবং নিহত হয় বলে জানা গিয়েছে। জামালপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার আফচার উদ্দিন জানায় যে সেখানে কোন প্রকার হতাহতের ঘটনা ঘটেনি ।


ক্ষতিগ্রস্ত কালু মিয়া আমাদের জানায় যে পল্লী বিদ্যুতের মিটার থেকে আগুনের সূত্রপাতে ঘটে ।

আগুণ লাগার কিছুক্ষন পরে স্ত্রী সন্তান নিয়ে সবাই ঘর থেকে বের হয়ে পড়ে । সকল মানুষ প্রাণে বেচে গেলও তারা তাদের বসতবাড়ি ও আসবাপত্র সব কিছু পুড়ে যায়।

জামালপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার আফচার উদ্দিন জানায় তারা এক ঘন্টার মধ্যে আগুন নিবাতে সক্ষম হয়ে।

 তিনি আরো বলেছেন যে বৈদ্যুতিক খুটি থেকে এই আগুনের সূত্রপাত হয়।
এই আগুনের কারণে প্রায় চার থেকে পাঁচ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা যাচ্ছে।


No comments:

Post a Comment

Bottom Ad [Post Page]