ভারতে গবেণষকরা প্রথমবারে মতো প্রস্তুত করেছে এই চালকবিহীন বাস ।

অন্যান্য
দেশে আগেও এই চালকবিহীন বাস প্রস্তুত করা হলেও ভারতের গবেষকদের প্রস্তুত কৃত এই বাসের একদম ভিন্ন । তারা এটিকে আলাদা একটি রূপ দিয়েছে সেটি হলো এই চালকবিহীন বাসটি চলবে সৌর শক্তির মাধ্যমে ।
এখন পর্যন্ত বিশ্বব্যাপী অনেকেই চালকবিহীন গাড়ি
প্রস্তুত করেছে কিন্তু সেটি চলেছে মূলত পেট্রোল, ডিজেল, সিএজি বা বৈদ্যুতিক চার্জের
মাধ্যমে । কিন্তু ভারতের একজাক তরুনের গবেষনায় এই বাসটি চলবে সৌর শক্তির মাধ্যমে।
ভারতের লাভলি প্রফেসনাল ইউনিভার্সিটি ৩০০ জন শিক্ষার্থী এবং ৫০ জন ফ্যাকাল্টি
সদস্য তাদের ওয়ার্কশপে এই গাড়িটি প্রস্তুত করেছেন বলে এন ডি
টিভি জানিয়েছে ।
গাড়িতে বসানো সোলার প্যানেল দুই কিলোওয়াট শক্তি উৎপন্ন করতে পাবরে । তাদের
এই বাস এক চার্জে ৭০ কিলোমিটার চলবে। গাড়িতে বসানো সোলার প্যানেল থেকে ব্যাটারিতে র্চাজ
হবে বলে জানায়।
মনদ্বীপ সিং এই প্রকল্পের প্রধান । তিনি বলেন যে, গাড়িটির ব্যাটারি সব সময় র্চাজ
হবে সোলার প্যানেল থেকে । এই সোলার বাস স্বয়ংক্রিয়ভাবে চারদিকে নজর রেখে দূত সড়কে চলবে
বলে জানাই।
মনদ্বীপ সিং আরো বলেন, এর আগে ২০১৪ সালে গলফ কোর্টে চলার উপযোগী
চালকবিহীন ছোট গাড়ি প্রস্তুত করেছিলাম। তখনই চিন্তা করেছিলাম পেট্রোল, ডিজেল বা বৈদ্যুতের
ওপর নিভর করবো না এমন কিছু আবিষ্কার করতে হবে। এর পর গত এক বছর চেষ্টার মাধ্যমে আমরা
এই গাড়িটি সোলার বাস হিসাবে প্রস্তুত করেছি।
১৫শ কেজি ওজনের এই গাড়িটিতে খরচ হয়েছে মোট প্রায় ১৫ লক্ষ রুপির মতো । এই
গাড়িটি ১৫ জনের ধারনক্ষমতা রয়েছে। গাড়িটি ক্যাম্পাসের ভেতরে চলানো যাবে । পরে বাইরের
সড়কে চলাচল উপযোগী হবে বলে সোলার বাসের সংস্কারণ আনা হবে বলে জানান মনদ্বীপ সিং।
No comments:
Post a Comment